শনিবার, ১৪ এপ্রিল, ২০১২

0 কম্পিউটার পাওয়ার সাপলাই ট্রাবোলশুটিং / (টিপস অ্যান্ড ট্রিকস )

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম কেমন আছেন আপনরা ??? আশা করি সবাই ভালো আছেন , সবার জন্য শুভ কামনা রইলো ।
পাওয়ার সাপলাই  কি ভেবে নষ্ট হয় জানেন কি ????
১.ইউপিএস ছারা পিসি ব্যবহার করলে বিদ্যুত চলে গেলে বা load shedding বার বার ঘটলে ।
২. ইউপিএস ছারা পিসি ব্যবহার করলে ও হাই ভোল্টেজ হলে
৩. পাওয়ার ক্যাবল জোরে টান দিয়ে খুললে ,
৪.পাওয়ার সাপলাই এর ধারন ক্ষমতার বেশি যন্তু পিসি তে ব্যবহার হলে ,
৫. পানিতে ভিজে গেলে । তাহলে তো হইছে পানি ও বিদ্যুত তো ২ জনের দোস্ত  :|
কি ভাবে বুজতে পারবেন আপনার পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা !!!
১. পিসিতে পাওয়ার আসবে না
২.পিসি মাঝে মাঝে রির্স্টাট হয় বা ৫-১০ মিনিট পর পর
৩. কোন ভাবে মনিটর এর WINDOWS এর DISPLAY আসবে না ।
৪. প্রসেসরের ফ্যান ঘোরে কিন্তু আবার OFF হয়ে যায়
৫.পাওয়ার সুইচ এ চাপ দিলে কম্পিউটার অন হয়। কিন্তু সঙ্গে সঙ্গে আবার বন্ধ হয়ে যায়।
৬.পাওয়ার সাপ্লাই এর ফ্যান ঘোরে কিন্তু DISPLAY আসে না PC তে কোন sound ও হয় না নীরব !!!
PLEASE কান্না কাটি করবেন না সব ঠিক হয়ে যাবে :’(

কি ধরনের পাওয়ার সাপ্লাই বেস্টবা কিনবেন ???   
আমাদের বাংলাদেশের যে সকল পাওয়ার সাপ্লায় পাওয়া যায় সেগুলোতে ওয়ারেন্টি থাকে না আবার অনেক গুলোতে ওয়ারেন্টি থাকে ।
যদি আপনি নিজেই নিজের কমপিউটার তৈরি বা আপগ্রেড করার পরিকল্পনা করে থাকেন, তাহলে এ কথা ভাবা উচিত হবে না যে,
কেস-এর সাথে সরবরাহ করা পাওয়ার সাপলাই যথেষ্ট ভালোমানের হবে।
৬ মাস এর ওয়ারেন্টি পাওয়ার সাপলাই এর দাম ৯৫০ টাকা
১২ মাস এর ওয়ারেন্টি পাওয়ার সাপলাই এর দাম ৪৫০০ টাকা ( এটি অনেক বছর টিকে থাকে )
ভালোমানের পিএসইউ তুলনামূলকভাবে একটু দামী হলেও ভালো। এজন্য নন-ব্র্যান্ডের অর্থাৎ অপরিচিত ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই না ব্যবহার করে ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই কেনা হবে বুদ্ধিমানের কাজ।
যেসব পাওয়ার সাপ্লাইয়ে এফিসিয়েন্সি বা দক্ষতা উল্লেখ করা থাকে না, সেগুলো এড়িয়ে যাওয়াই ভালো। পিএসইউ কেনার সময় শুধু দক্ষতাকে বিবেচনা করলে ভুল হবে। এটি আদর্শমানের কি না যেমন
ATX কি না, তা খেয়াল করে দেখুন। তবে এক্ষেত্রেও ভিন্নতা থাকতে পারে, যেমন পাওয়ার কানেক্টরগুলো মূলত পিসিআই এক্সপ্রেস কার্ড, সাটা ড্রাইভারের জন্য। এক্ষেত্রে বাড়তি পাওয়ার ক্যাবল
দরকার প্রসেসর ও মাদারবোর্ডের জন্য। নতুন সিস্টেমের কথা চিন্তা করলে যথাযথমানের পিএসইউ’র সাথে সাথে যথাযথ কানেক্টরের কথা অবশ্যই বিবেচনায় আনতে হবে।
ভালো থাকবেন সবসময় । আবার দেখা হবে অন্য কোন টিপস নিয়ে ।
http://www.zwani.com/graphics/islam/images/2religionislam3.gif


আজকে আমার পিসির পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেছে তাই এই লেখাটি লিখছি  :((  |-)


পোষ্টটি লিখেছেন টিজে - ফাহাদ রকার

টিউনার পেজ

All Copyright Reserved 


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

We Are Here For Your help Copyright © 2011 - |- Template created by O Pregador - |- Powered by Blogger Templates