বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১২

0 এবার নিন ফ্রি ওয়েব হোস্টিং ( না দখলে মিস করবেন )

এর আগে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে ফ্রি ডোমেইন নেম রেজিস্ট্রেশান করতে হয় । আজকে আমি দেখাব কিভাবে ফ্রি হোস্টিং নেম রেজিস্ট্রেশান করবেন । আর এর পরের পোস্ট এ দেখাবো কিভাবে ফ্রি ডোমেইন এর সাথে ফ্রি হোস্টিং সংযুক্ত করবেন এবং আপনার ওয়েব সাইট ফ্রি হোস্টিং এ আপলোড করবেন ।
এবার কাজের কথায় আসি ।

ফ্রি হোস্টিং এর জন্য এখানে ক্লিক করুন


 
এবার Free Hosting এর “order now” বাটন এ ক্লিক করুন ।

এবার আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে order ফরম টি পূরণ করুন ।
এবার “I agree to Terms Of Service” এই বক্স এ টিক চিহ্ন দিয়ে “Creat my account” বাটন এ ক্লিক করে রেজিস্ট্রেশান শেষ করুন ।

এখন আপনি রেজিস্ট্রেশান এর সময় যে ই-মেল এড্রেস ব্যাবহার করেছেন সেই ই-মেল এড্রেস এ ঢুকে কনফার্মেশন করুন ।
আপনার হোস্টিং রেজিস্ট্রেশান শেষ করুন । ধন্যবাদ ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

We Are Here For Your help Copyright © 2011 - |- Template created by O Pregador - |- Powered by Blogger Templates